বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শরীরে ব্যথা অনুভব করলে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কালিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রবাসীদের জন্য উন্মুক্ত হচ্ছে ভোট দেওয়ার অ্যাপ সেন্টমার্টিনে নভেম্বরে রাত্রিযাপন করা যাবে না গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে ছয়টি অজুখানা উদ্বোধন কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ ও সমাবেশ, রাতে মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার: মব সৃষ্টি করে ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা করা ও প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির প্রতিবাদে এবং ৭ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা সহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যা হতে মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এসময় আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সহ ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে।

অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সোমবার বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো (ঘঊঝঈঙ) অফিসে সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানের নেতৃত্বে মব সৃষ্টি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা করা হয়। স্পর্শকাতর সরকারি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে এধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক ৩ দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা ওই তিন দফা দাবির প্রতিবাদ এবং ডিপ্লোমা প্রকৌশলীদের ৭ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং পাঁচ লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ইসহাক পিকু, আফসার উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম শুভ সহ ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা।

এরআগে বিকেলে গাজীপুরের শিমুলতলী রোডের সিটিটি মোড়ে বিভিন্ন পয়েন্ট থেকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে মিছিল নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীগণ সিটিটি মোড়ে জড়ো হন। পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে জয়দেবপুরের শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তা মোড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সহ ঢাকা-গাজীপুর সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা ওই সড়ক ও মহাসড়কগুলোতে অবরোধ করে ব্লকেড ও সমাবেশ কর্মসূচি পালন শুরু করে। সমাবেশে ডিপ্লোমা প্রকৌশলীদেও ৭ দফা দাবি উপস্থাপন করেন সাইফুল ইসলাম শুভ। রাত পৌণে ৮টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালনকালে চতুর্দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ইসহাক পিকু বলেন, বেশ কিছুদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীগণ ৭ দফা দাবিতে আন্দোলন করে আসছে। দাবীগুলো হলো- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে। সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের হার ১:৫ করতে হবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ০৩% পদোন্নতি নিশ্চিত করতে হবে। ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পাল্লীবিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নস্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক হার ১:১২ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ নিতে হবে এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর