স্টাফ রিপোর্টার: গাজীপুর সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে ভাওয়ালগড় ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট), বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মুক্তিযুদ্ধা কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন রিজভী এবং জেলা বিএনপির আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।
কর্মী সভায় গাজীপুর সদর উপজেলা ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন।