হাবিবুর রহমান : জেলার শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ। এতে উপজেলার সব দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারি, জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সুধীসমাজের বিভিন্ন ব্যাক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন পোশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।