স্টাফ রিপোর্টার: আগামী বছরের জাতীয় নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। তিনি বলেছেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অপরিহার্য।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জার্মান রাষ্ট্রদূত।
তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করবে- যেখানে প্রায় ১২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবেন, নিজেদের গণতান্ত্রিক ইচ্ছা প্রকাশ করবেন। এর মাধ্যমে দেশটির আবারও এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর কাতারে ফিরে আসার সুযোগ তৈরি হবে।
রাষ্ট্রদূত আরও বলেন, তাই এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিকভাবে গণতন্ত্রের জন্যও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন বিশাল এই চ্যালেঞ্জের জন্য অসাধারণভাবে প্রস্তুতি নিচ্ছে। আমি তাদের শুভকামনা জানাই এবং বাংলাদেশের জনগণের প্রতিও শুভকামনা জানাই যেন তারা গণতন্ত্রে ফিরে যেতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুডিগার লোটজ বলেন, আমরা মনে করি, দেশটির একটি বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন। এমন একটি নির্বাচন, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। এই বিষয়েই মূল প্রশ্ন।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আবারও গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।