আমিরাত প্রতিনিধি: আবুধাবীর মোছাফ্ফাতে-পটিয়া প্রবাসী সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও সমিতির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) বাদে মাগরিব মোছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টের হলরুমে সমিতির সভাপতি মাহাবুবুল আলম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান রনি।
এ সময় অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, নবী হোসেন, আজিজুল হক, নাছির উদ্দিন,মোহাম্মদ আলম হাবিবুর রহমান,রিমন, বাড়ান কেননা একটা ঠিক আছে মোহাম্মদ হাসেম, মোহাম্মদ তসলিম, মাহাবুবুর রহমান, মোহাম্মদ মিজবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদুন্নবী সা: এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নুরুল ইসলাম আনচারী।
অনুষ্ঠানে দেশ, জাতি,প্রবাসী ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
পরে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।