স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি তোলা হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যারা উঠবে, সবার ছবি নিতে হবে। প্রতিটি বাসে তিনজন করে লোক থাকে। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকে, তাহলে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম, পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক পরিষদের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ ছিলেন।
উপদেষ্টা বলেন, গতবার নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পেরেছি। এটা আপনারাও (সাংবাদিকরা) প্রচার করেছেন। আমরা আশা করছি, এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে। তিনি আরো বলেন, গতবার ঈদযাত্রায় সরকার নির্ধারিত ভাড়া নেয়া হয়েছিল। কিন্তু ফেরার পথে কিছু জায়গায় নির্ধারিত ভাড়া নেয়া হয়নি। এবার যেন আসা ও যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়া নেয়া হয়, সেজন্য আমরা বাসমালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বসেছি। বাস মালিকপক্ষ সম্মত হয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অনেক সময় দেখেছি, ঈদের মৌসুমে যেসব ড্রাইভার দক্ষ নয়, তাদেরকেও বাস চালাতে দেওয়া হয়। কিন্তু আমরা তাদের অনুরোধ করেছি, অদক্ষ ড্রাইভাররা কোনোভাবেই যেন বাস চালাতে না পারে। তাদেরকে বাস চালাতে দিলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি বলেন, ঈদযাত্রায় যেন কোন জায়গায় কোন ধরনের সমস্যা না হয়, এ বিষয়ে আমরা সজাগ আছি, আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। সবাইকে আশ্বস্ত করছি, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে, মানুষ ভালোভাবে বাড়ি যেত পারবে এবং নিরাপদে ফিরে আসতে পারবে।
ফিটনেসবিহীন গাড়ি সড়কে না চালানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন যে গাড়ি সড়কে চলাচলের উপযোগী নয়, অনেক সময় এমন গাড়িতে রং দিয়ে চলাচল করে, এবার ফিটনেসবিহীন যানবাহন কোন অবস্থায় সড়কে চলাচল করতে দেওয়া হবে না।
তিনি বলেন, ঈদের সময় গাড়ি চালকদের রেস্টের দরকার আছে। অনেক সময় তারা ঢাকা থেকে রাজশাহী গেল, আবার পরপরই আরেকটি গাড়ি চালানো শুরু করে। এটা যেন না করে এ ব্যাপারে মালিক পক্ষকে বলা হয়েছে, রাস্তায় গাড়ি চালকদের যেন পর্যাপ্ত রেস্টের সুযোগ দেওয়া হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানী ঢাকা ও অন্য শহর থেকে মানুষ যেখানেই যাক না কেন, তাদের যাত্রাপথ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। তবে জরুরি ছুটি থাকবে।