বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীরে ব্যথা অনুভব করলে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কালিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রবাসীদের জন্য উন্মুক্ত হচ্ছে ভোট দেওয়ার অ্যাপ সেন্টমার্টিনে নভেম্বরে রাত্রিযাপন করা যাবে না গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে ছয়টি অজুখানা উদ্বোধন কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৬ ভিজিটর
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ভোটের দায়িত্ব পালনকালে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, কারও অন্যায় চাপে নির্বাচন কমিশন নতি স্বীকার করবে না।

বুধবার (২২ অক্টোবর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষক টিমের প্রশিক্ষণ উদ্বোধন করেন সিইসি।

এ সময় তিনি বলেন, আমাদের একটাই বার্তা, কোনো প্রেসার বা অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে আইন অনুযায়ী এবং নিজের বিবেচনায় দায়িত্ব পালন করবেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। সিইসি বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনও কারও অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। আমরা আপনাদের কোনো অন্যায় আদেশ দেবো না, কোনো অন্যায় হুকুম দেবো না। সব নির্দেশনা আইন অনুযায়ী যাবে আর আপনারাও সেটি সেভাবেই পালন করবেন।

নির্বাচনকালে ইউএনওদের প্রতি দায়িত্বশীলতা ও সমন্বিত কাজের আহ্বান জানিয়ে সিইসি বলেন, যে দায়িত্বই পড়ুক না কেন, তা আইনসম্মতভাবে, নিরপেক্ষভাবে ও পেশাদারত্বের সঙ্গে পালন করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন পূরণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবচেয়ে জরুরি। যে জাতি যতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই জাতিই ততটা সভ্য।

ভোটে আইন-বিধি প্রতিপালন ও নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি কার্যকর সমন্বয়ের ওপরও জোর দেন নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনে সমন্বয় একটা বড় বিষয়, আর এ দায়িত্ব মূলত আপনাদের ওপরই নির্ভর করে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার, মনিটরিং সেল সব কিছুর সঙ্গে সমন্বয় ‘সিরিয়াসলি’ করতে হবে। কোনো ক্রাইসিস হলে শুরুতেই ট্যাকেল করার ব্যবস্থা নেবেন। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নেই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয়। এটা আপনাদেরকে এনসিওর করতে হবে।

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর