স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান। তিনি জানান, হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যার দিকে ঢাকা যাওয়ার পথে চান্দনা চৌরাস্তায় পৌঁছলে একদল দুষ্কৃতিকারী তার গাড়িতে হামলা করে। এ সময় তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় এবং হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হন। ওই অবস্থায় হাসনাত আব্দুল্লাহ ঢাকার দিকে যাওয়ার পথে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে
বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ছাত্ররা তাকে নিরাপত্তা দেয়। তাহেরুল হক চৌহান আরো জানান, ঘটনার সংবাদ শুনে গাজীপুর মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহ কোথায় এসেছিলেন এবং এ হামলার সাথে কারা জড়িত এ বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার পরপরই জাতীয় নাগরিক পার্টি র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধীদের আন্দোলনের নেতৃবৃন্দ তাদের ফেসবুকে পোস্ট দিয়ে তাকে তাকে সহযোগিতা করার জন্য আশেপাশের লোকজনের প্রতি আহ্বান জানান।