স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার সারদাগঞ্জ মোল্লাপাড়া এলাকায় স্কুলছাত্রী যাহরা সারমিন অপহরণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী, শিক্ষার্থী ও স্বজনরা। সোমবার সারদাগঞ্জ সড়কে শতাধিক নারী-পুরুষ, স্কুলছাত্রী ও তাদের অভিভাবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্কুলছাত্রীর বাবা আজহারুল ইসলাম, মা হেলেনা ইসলাম, হিমেল ইসলাম, মিনু বেগম, ফারুক হোসেন ও খুশি আক্তার প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ঈদুল ফিতরের দিন সকালে যাহরা সারমিনকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। একই গ্রামের সফিউদ্দিন মোল্লার ছেলে জান্নাতুল মোল্লাহ (২৬) অস্ত্রধারী ৪-৫ জন সহযোগী নিয়ে তাকে একটি প্রাইভেটকারে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওইদিনই স্কুলছাত্রীর মা হেলেনা ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় অপহরণ মামলা করেন, যাতে জান্নাতুলকে প্রধান আসামি করা হয়।
পুলিশ অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালায়। গত ২ এপ্রিল রাতে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ অপহৃত যাহরাকে উদ্ধার করে কাশিমপুর থানায় নিয়ে আসে। পরে গত ৬ এপ্রিল আদালতের নির্দেশে তাকে তার বাবার হেফাজতে দেওয়া হয়।
স্কুলছাত্রীর বাবা আজহারুল ইসলাম বলেন, “আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে জান্নাতুল ঈদের দিন জোরপূর্বক তুলে নেয়। এখন তারা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি দ্রুত সব আসামির গ্রেপ্তার চাই।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় শিক্ষার্থীর পরিবার ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত জান্নাতুল মোল্লার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “ঘটনার পর স্কুলছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীকে উদ্ধার করে আদালতের নির্দেশ অনুযায়ী তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এই ঘটনায় এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।