বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২২ ভিজিটর
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাই করতে বা যুদ্ধের পথে যেতে চায়, তাহলে তেহরান সম্পূর্ণ প্রস্তুত—এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

সোমবার (১২ জানুয়ারি) আল জাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে, তবে ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

তিনি জানান, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছিল, সে সময়ের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি আরও বিস্তৃত ও শক্তিশালী। তার ভাষায়, ওয়াশিংটন যদি ইরানের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, তাহলে তার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।

আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্র আগেও আমাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করেছে। আবার করতে চাইলে আমরা প্রস্তুত। তবে আমরা আশা করি, ওয়াশিংটন বিচক্ষণতার পরিচয় দিয়ে আলোচনার পথ বেছে নেবে।” একই সঙ্গে তিনি ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়াতে চায়, তাদের প্রতিও সতর্কবার্তা দেন।

চলমান সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিক্ষোভের ভেতরে সশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। তার অভিযোগ, এসব গোষ্ঠী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেখান থেকেই দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়।

এরপর অল্প সময়ের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দিনে দিনে এর তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে আন্দোলনের কারণে দেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি সরকার যদি কঠোরভাবে আন্দোলন দমন করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার দেশের অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সংস্কারের পথে এগোবে।

এসআর/এসআই

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর