স্টাফ রিপোর্টার : রুয়াপ কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম মনোনীত পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান
রুয়াপ কার পার্কিং ভবনের দোতলায় অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম মনোনীত ড. মোঃ আবু বকর – রাসেল পরিষদের এ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্যানেলের সভাপতি পদপ্রার্থী কৃষিবিদ মো: আবু বকর সিদ্দিকী সরকার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মাহমুদুল হোসেন রাসেল, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ শহিদ উল্লাহ, যুগ্ম সাধারন সম্পদক পদপ্রার্থী মারুফ হোসেন, দপ্তর সম্পাদক পদপ্রার্থী প্রফেসর ড. মোহাম্মদ জাকির হোসেন, অর্থ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মশিউর রহমান, শিক্ষা, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মো: মাহফুজুর রহমান, প্রবীন, শিশু ও নারী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী ড. মোহাম্মদ মাহরুফ শাহরিয়ার, পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী নুরুল আবছার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী মোঃ লতিফ আহসান, প্রচার, প্রকাশনা পাঠাগার সম্পাদক পদপ্রার্থী মোঃ রিয়াজুল সহ সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।