মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

ইসলামী ব্যাংকে এস আলমের নিয়োগকৃতদের বহিষ্কারের দাবিতে গাজীপুরে গ্রাহকদের মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল (৬ অক্টোবর) গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সমাজের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে হাফেজ মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন গ্রাহক এএসএম সেলিম, স্থানীয় ধলাদিয়া কলেজের প্রভাষক হযরত আলী, স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ী শহিদুল ইসলাম, শাহরিয়ার হোসেন ও শরিফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এস আলম গ্রুপের প্রভাব ও অনিয়মের কারণে ইসলামী ব্যাংকের নৈতিক ভিত্তি আজ চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। অদক্ষ ও বিতর্কিত নিয়োগের ফলে শরিয়াভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট হচ্ছে এবং ব্যাংকের বহু বছরের সুনাম ধ্বংসের মুখে পড়েছে।

তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রকৃত গ্রাহক ও আমানতকারীদের স্বার্থরক্ষায় দ্রুত এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যাংকের ঐতিহ্য, নীতি ও শরিয়াভিত্তিক সেবার মান পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপেরও দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা ও সাধারণ গ্রাহকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর