গাজীপুর প্রতিনিধি: রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৩তম ইনস্টলেশন অনুষ্ঠান রোববার গাজীপুরের মৌচাক দ্যা রয়না রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডাক্তার আমিরুল ইসলাম ও তাঁর বোর্ড আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিডিজি সাফিনা রহমান। তিনি বলেন, রোটারি শুধুমাত্র একটি সামাজিক সংগঠন নয়, বরং এটি মানবতার কল্যাণে নিবেদিত এক বিশ্বব্যাপী আন্দোলন। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রোটারির বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সেন্টালের পিপি টি আই এম নুরুল কবির (পিএইচএফ, বি,এমডি, পিএইচএস), এছাড়াও বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মোসলেম উদ্দিনের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সার্বিক দায়িত্বে ছিলেন নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডাক্তার আমিরুল ইসলাম, সেক্রেটারি মাহমুদুর রহমান পলাশ ও ক্লাবের সকল সদস্য।
ইনস্টলেশনের আনুষ্ঠানিকতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, র্যাফেল ড্র ও নৈশভোজের আয়োজন করা হয়, যা অতিথি ও সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথি পিডিজি সাফিনা রহমান অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, “রোটারি ক্লাব অব ভাওয়ালের এই ইনস্টলেশন অনুষ্ঠান ছিল সত্যিই ব্যতিক্রমধর্মী—ঢাকার বড় বড় ক্লাবগুলোর আয়োজনকেও ছাড়িয়ে গেছে।”
নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডাক্তার আমিরুল ইসলাম তাঁর বক্তব্যে অঙ্গীকার ব্যক্ত করেন, সকল সদস্যের সহযোগিতায় রোটারি ক্লাব অব ভাওয়াল আগামী বছরও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে।