মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ ভিজিটর

বাবুমনি, বান্দৱবান: সনাতনী ধমালম্বীদেৱ অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুুষ্ঠিত হয়েছে।

 

১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, বান্দরবানের পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমীর এস এম আবদুচ ছালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবান এর সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চুসহ ৭টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গোৎসব উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ এবং পুলিশ, র‌্যাব, বিজিবি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

এসময় পুলিশ সুপার ও জেলা প্রশাসক এবারের শারদীয় দুর্গাপূজা বান্দরবানে সুন্দরভাবে উদযাপনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান এবং প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, র‌্যাব, বিজিবি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যর পাশাপাশি সনাতনী নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার আহবান জানান।

 

পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোন গুজবে কান না দিতে আহবান জানান পুলিশ সুপার। প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত পরিমান আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে নিশ্চিত করে পুলিশ সুপার সবাইকে সুন্দরভাবে পুজা উদযাপনে এবং যেকোন প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে আহবান জানান।

 

প্রসঙ্গত: আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) শুরু হবে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, আর ৫দিন নানা ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে ২রা অক্টোবর বিজয়া দশমীর পূজা ও অঞ্জলির পর নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর