বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, জীবনের নিরাপত্তা চেয়ে  সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ ভিজিটর

কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারে জমি সংক্রান্ত বিষয়  নিয়ে  সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগিরা।

সোমবার দুপুরে  ভোক্তভোগি মোকলেছুর  রহমান আমরাইদ বাজারে তাদের জমিতে পরিবারের সকল সদস্যের নিয়ে এ  সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মোকলেছুর রহমানের ভাতিজা  রিফাত। তিনি  বলেন, আমি মোঃ রিফাত (১৮), পিতা-মো: আবু বক্কর সিদ্দিক, সাং-আমরাইদ, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর, বিবাদীর দাদার নিকট হইতে আমার দাদা অনুমান-১০০ বছর পূর্বে জমি ক্রয় করেন। আমরা দলিল মূলে বর্তমানে জমির মালিক। এই ৮২ নং দাগে বর্তমানে ছোট বড় ২০টি বিন্ডিং, ০৮টি দোকান, একটি ক্লিনিক, একটি মাদ্রাসা সহ আমরা একাধিক পরিবার বসবাস করতেছি। ঘটনাস্থলে, ইউপি অফিসে, থানায়, বাজারে মিলে ১১টি সালিশ দরবার হয়। ০৫ (পাঁচ) দিন জমি মাপামাপি হয়। মাপ-জোপের পর ঐখানে অথ্যাৎ ৮২ নং দাগে কোন জমি জমা নাই বলিয়া সার্ভেয়ারের লোকজন জানায় । এমনকি জমি সংক্রান্ত বিষয় নিয়া বিজ্ঞ আদালতে গিয়ে মামলা দায়ের করতে বলেন। কিন্ত প্রতিপক্ষরা  আদালতে না গিয়ে একাধিকবার আমাদের উপর আক্রমন করেন। বিষয়টি ইউপি মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অবগত আছে। তাৎক্ষনিক আমরা বিজ্ঞ আদালতে কা:বি: ১৪৫ ধারা জারি করি ও কাপাসিয়া ভূমি অফিসে খারিজ, খাজনা বাতিলের আবেদন করি।

তিনি বলেন, ১৪৫ ধারা জারি করার পর গত কয়েকদিন আগে ৫০/৬০ জন হিজরা নিয়ে জমি দখল করিতে আসে এবং আমাদের পরিবারের লোকজনদের মারধর করে রক্তাক্ত জখম করেন। পরে চিকিৎসাপত্র সহ থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করি। এই ব্যাপারে বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা চলমান রহিয়াছে।

গত ইং ১৪/০৯/২০২৫ ইং তারিখ বিকাল-০৫.০০ ঘটিকায় গফরগাঁও হইতে বিবাদী মামুন সহ ১০টি হোন্ডায় ২০টা লোক এসে এক কোটি টাকা চাঁদা দাবী করে। তারা বলে, এখানে জমির দাম অনেক বেশি, ১ কোটি টাকা আমাকে চাঁদা দিতে হবে, না হলে তোদের সবাইকে মেরে ফেলবো, জানিস আমাদের বাড়ি গফুরগাঁও সারাদেশের মানুষ আমাদেরকে চিনে এই বলে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে চলে যায়। উল্টো  রাতে তারা  সংবাদ সম্মেলন করেন। আমি দৃঢ়ভাবে বলতে চাই, তারা আমাদের বিরুদ্ধে  মিথ্যা সংবাদ প্রচারনা করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। পুলিশ প্রশাসন ও আইনের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে মোখলেছুর  জানান, নেকবর আলী, মামুন, মোঃ ছোলমান,মোঃ আলা উদ্দিন,হারুন অর রশিদ,মোছা: হোসনে আরা,ফয়েজ উদ্দিন,জাকির হোসেন প্রমূখ ময়মনসিংহের ভালুকা থেকে এখানে এসে  আমাদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। আমরা তাদের এসব কর্মকান্ডের বিচার চাই।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর