গাজীপুর প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপি এক আলোচনা সভা ও আনন্দ র্যালীর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া হাজী রমজান আলী মুন্সী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভা ও র্যালীতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী রিজভী এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।
আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়। র্যালীটি হোতাপাড়া বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফু-ওয়াং গেইট এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আনন্দ র্যালীতে গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়ীয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করেন।