গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ড্রাম ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
নিহতরা হলো, ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মহানগরীর আক্কাস মার্কেট দাক্ষিণখানে এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।
স্টেশন মাস্টার জানান, মঙ্গলবার রাত ১০ টার পরে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ খান আক্কাস মার্কেট এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং অতিক্রমকালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়৷ এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ওই ট্রাকটিতে করে মাটি বহন করা হতো। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছেন৷