বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি হবে আজ বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আনন্দ শোভাযাত্রা

  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে গাজীপুর মহানগর বিএনপি নগরীতে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি গাছা থানার বোর্ড বাজার সংলগ্ন মির্জাপুর সিএনজি পাম্প থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে বিকেল ৩টা থেকে নগরীর ৮ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল মির্জাপুর সিএনজি পাম্পে এসে সমবেত হয়।

ফ্যাসিবাদ সরকারের পতনের ফলে দীর্ঘদিন পর বিএনপি রাজপথে প্রকাশ্য প্রাণের উচ্ছ্বাস প্রকাশ করে। শোভাযাত্রা নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। উচ্ছ্বসিত নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নাচে-গানে রাজপথ মাতিয়ে তুলেন।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাসান উদ্দিন সরকার বলেন, একাত্তরে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের সাথে আমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। বাংলাদেশ আর পাকিস্তান হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ভারত বসে নেই। ভারতীয় রাজাকারের দল আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে একবার, আর কখনই তাদের সাথে আমাদের যুদ্ধ হবে না। কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে বার বার। কারণ, একাত্তরে ভারত আমাদের জন্য নয়, বরং যুদ্ধ করেছে তাদের স্বার্থে।

তিনি আরো বলেন, নিজস্ব স্বকীয়তায় বিশ্ব দরবারে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সেজন্য সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী ভারত ও তাদের এদেশীয় দোসররা সুগভীর চক্রান্তে লিপ্ত। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে হবে।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, হান্নান মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর