স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরসহ দলের কেতাকর্মীদেরকে হামলার প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনের নেতাকর্মীরা। মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা বর্ষা সিনেমা হলের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কে যানবাহান আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টা থেকে দলীয় নেতাকর্মীরা মহাসড়কে জড়ো হয়ে অবস্থান নেয়।
গণঅধিকার পরিষদের গাজীপুর জেলা কমিটির আহবায়ক পাঠান আজাহার বলেন, পূর্ব ঘোষনা অনুযায়ী বিকেল ৫টা থেকে দলীয় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেয়। বিক্ষোভে তারা হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবী তুলে শ্লোগান দিতে থাকে। পরে মহাসড়কে যানবাহন আটকা পড়ে চালক ও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা সন্ধ্যা সাড়ে ৭টা আড়াই ঘন্টা পর মহাসড়ক ছেড়ে দিয়ে সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারিকুল ইসলাম বলেন, হঠাৎ করেই গণঅধিকার পরিষদের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বসে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছি। বিক্ষোভকারীদের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না এবং আপাতত ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার কথা বলে তিনি লাইন কেটে দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, বিকেল ৫টা থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সড়ক থেকে সরে গিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিলে যানবাহন চলাচল শুরু হয়।