স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের মনোনীত ডাকসু প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সর্ব দলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন-এনডিএম এর সংগ্রামী সভাপতি মোঃ মাসুদ রানা জুয়েল।
এ সময় ছাত্র আন্দোলন-এনডিএম এর সংগ্রামী সভাপতি বলেন, “শিহ্মা,শৃঙ্খলা,প্রযুক্তি ও সমৃদ্ধি এই ৪টি নীতি বুকে ধারন ও লালন পালন করে ছাত্র আন্দোলন-এনডিএম বাংলাদেশে সুষ্ঠ রাজনীতি করে যাচ্ছে। কোনো প্রকার মারামারি, হল দখল, চাঁদাবাজী ও টেন্ডার বানিজ্য না করে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও স্বচ্ছ বাংলাদেশ উপহার দেয়াই আমাদের লহ্ম্য ও উদ্দেশ্য। আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র আন্দোলন-এনডিএম ঘোষিত প্যানেলের সকল প্রার্থী সৎ,নির্ভিক ও ক্লিন ইমেজের অধিকারী।”