স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় সংসদের সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার। এছাড়াও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
অন্যদিকে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৩৮৩ ভোট পেয়ে জিএস পদে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৮৮৩ ভোট। এছাড়াও শিবিরের সালমান সাব্বির এজিএস পদে জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৭১, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।
ফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন, নির্বাচন আয়োজন করতে গিয়ে একের পর বাধারমুখে পড়েছি। এমনও হয়েছে নির্বাচন যেন আর হবে না। কিন্তু উপাচার্য বলেছেন যেভাবেই হোক নির্বাচন হবেই। সে অনুযায়ী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের সময়ে বিভিন্ন কেন্দ্রে কমিশনের সদস্যরা ঘুরে ঘুরে দেখেছেন শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখেছি। শিক্ষার্থীদের বক্তব্য ছিল, আমরা যেমন নির্বাচন চেয়েছি, ঠিক সেভাবেই হয়েছে।’
তিনি বলেন, নির্বাচন আয়োজনে যদি কোনো সার্থকতা থেকে থাকে সেটি একান্তই শিক্ষার্থীদের। ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত নির্বাচন শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম।
এ সময় তিনি রাকসু নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার।