স্টাফ রিপোর্টার : রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ) এর কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ এ প্রতিদ্বন্দ্বিতাকারী রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম মনোনীত ডঃ মোঃ আবু বকর- রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা সোমবার রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হবে।
প্যানেল পরিচিতি সভায় প্যানেলের সকল সদস্যদের জীবনী এবং অন্যান্য দিক তুলে ধরা হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা রোববার উত্তরায় অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৮ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আবু বক্কর সিদ্দিক সরকার সভাপতি পদে এবং মোঃ মাহমুদুল হোসেন রাসেল সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।