মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

নিবন্ধনের আবেদন করা ১০ রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই করবে ইসি

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের আবেদন করা ১০ রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম অধিকতর যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্দেশে ১০টি অঞ্চলভিত্তিক তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে ইসি জানিয়েছে, কমিশন মাঠ পর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেছেন। প্রাথমিক তথ্য যাচাইয়ের সময় কিছু ক্ষেত্রে অপূর্ণতা এবং যথাযথ মন্তব্যের ঘাটতি লক্ষ্য করা গেছে। তাই যাচাই কমিটির সুপারিশ অনুযায়ী ১০টি দলের জেলা ও উপজেলা পর্যায়ের দলগুলোর অস্তিত্ব ও কার্যকারিতা সম্পর্কে আরও বিস্তারিত তদন্তের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই দলগুলোর মাঠ পর্যায়ের তথ্য পুনঃতদন্ত করা হবে। তদন্তের আওতায় থাকা দলগুলো হলো আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

তদন্ত কার্যক্রমের জন্য প্রতিটি অঞ্চলে একজন উপসচিব, একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং একজন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত থাকবেন। এই কমিটি সংশ্লিষ্ট এলাকার জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যক্রম যাচাই করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর