কালিগঞ্জ থেকে সঞ্জয় কান্ত : সারা বাংলাদেশে ন্যায় গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি পালন করা হয়েছে। শনিবার সকাল থেকে এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে বিভিন্ন প্রতিষ্ঠানের হেলথ এসিস্ট্রান্টরা অংশ নেন। এসময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয়ক সোহাগ চন্দ্র রনি, উপদেষ্টা মোহাম্মদ বাকের হোসেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফয়সাল পাঠানসহ কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করুণা কালীন সময় এবং যে কোন সংকটকালিন মুহুর্তে ও বিভিন্ন টিকা দানে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা জাতির জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের কাছে তারা তাদের ছয় দফা দাবী পেশ করেছেন। তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত কর্ম বিরতি চালিয়ে যাবেন ।