মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণ দুর্গোৎসব পরবর্তী মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৫ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) থেকে এস এম লবিব: গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের “ধন্যবাদ জ্ঞাপন ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪ অক্টোবর শনিবার সকালে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সার্বিক তত্বাবধানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়ায় সনাতন ধর্মাবলম্বী, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসাইনের পরিচালনায় সাংবাদিকদের পক্ষে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সনজিব কুমার দাস, সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিত্ত রঞ্জন সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকার, সহ-সভাপতি জীবন ভৌমিক, সাধারণ সম্পাদক কৃঞ্চ চন্দ্র পাল প্রমূখ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পূজা মন্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার অংশগ্রহণমূলক সহযোগিতার কারণে এ উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। ধর্মীয় সম্প্রীতির এ উদাহরণ কাপাসিয়ার মানুষের জন্য গৌরবের বিষয়। তিনি আরো বলেন, আগামী দিনগুলোতেও একইভাবে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর জোর দেওয়া হবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।

অন্যদিকে, সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এছাড়াও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের নিরলস পরিশ্রম ও সহযোগিতা উল্লেখ করে তাদের প্রশংসা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর