কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় আগামী সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ড.এম এ হাশেম ব্যাপক গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে এ গনসংযোগ শুরু করেন। তিনি এলাকার লোকজনকে নিয়ে নিজ গ্রামের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনার মাধ্যমে কর্মসূচি শুরু করেন।
কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বিবাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এম এ হাসেন চৌধুরী । তিনি ফিনল্যান্ডের হেলসিংকি ইউনিভার্সিটিতে অর্থনীতির প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।
আসন্ন গাজীপুর ৪ (কাপাসিয়া) উপজেলার সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
বৃহস্পতিবার সকালে তিনি নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং সিংহশ্রী ইউনিয়নের বরিবাড়ি মোর, বটতলা, বীরউজলী বাজার, চাঁদপুর বাজার, রানীগঞ্জ বাজার এবং কাপাসিয়া সদর ইউনিয়নের কাপাসিয়া বাজার সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন বয়সের মানুষের কাছে তার অভিব্যক্তি ব্যক্ত করেন এবং দোয়া চান।
ড.এম এ হাশেম বলেন,কাপাসিয়ার সাধারণ জনগণ পরিবার তন্ত্রের বাহিরে এসে সাধারণ মানুষকে এমপি হিসেবে দেখতে চাই কারণ বিগত সময়গুলোতে কাপাসিয়ার জনগণ বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে ঢাকার খুব নিকটবর্তী উপজেলা হওয়ার পরেও এ উপজেলায় গ্যাস নেই মিল ফ্যাক্টরি নেই রাস্তাঘাটের কোন উন্নয়ন নেই । মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে । বেকার সমস্যা এ উপজেলার একটি বড় সমস্যা । বেহাল রাস্তাঘাট এলাকার জনগণের নিত্যদিনের ভোগান্তির একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।