স্টাফ রিপোর্টার : রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ি নেতৃবৃন্দ । তারা পূজা আয়োজক কর্তৃপক্ষ ও সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের চেয়ারম্যান কফিলউদ্দিন,বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারোয়ার আলম,ডিবিসি নিউজের পরিচালক ও শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি এবং ইবিএফসিআইয়ের পরিচালক মাকসুদা চৌধুরী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান, বারিধারা ডিওএইচএস পূজা উদযাপন কমিটির সদস্য সঞ্জয় কুমার নাহা,রাজেশ ও দিপীকা।শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপন হচ্ছে বলে অতিথিদেরকে জানিয়েছেন আয়োজকরা ।