মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

ধর্ষণের আলামত মেলেনি খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত মেলেনি বলে জানিয়েছে চিকিৎসকদল। এ ঘটনায় করা মামলার পরিপ্রেক্ষিতে ধর্ষণের আলামত পরীক্ষায় তিন সদস্যের চিকিৎসকদলের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খাগড়াছড়ি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানা গেছে।

চিকিৎসকদলে ছিলেন—হাসপাতালের চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ জয়া চাকমা, মেডিকেল অফিসার মীর মোশারফ হোসেন ও নাহিদা আকতার।

গত ২৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত ওই চিকিৎসা প্রতিবেদনে চিকিৎসকদল জানায়, ওই কিশোরীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। তার শরীরে সাম্প্রতিক জোরপূর্বক যৌনক্রিয়ার কোনো চিহ্নও পাওয়া যায়নি। এছাড়া পরীক্ষার সময় তার মানসিক অবস্থাও ছিল স্বাভাবিক। পাশপাশি হাসপাতালের অন্যান্য সূত্র জানায়, চিকিৎসকরা সব ধরনের পরীক্ষা শেষে স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন জমা দিয়েছেন। তারা ধর্ষণের কোনো আলামত পাননি।

এর আগে, খাগড়াছড়িতে স্কুলছাত্রী ওই মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ নিয়ে বিক্ষোভ ও উত্তেজনা চরম মাত্রায় পৌঁছায়। গত ২৩ সেপ্টেম্বর তাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে পরদিন ভোরে সেনাবাহিনীর সহায়তায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, খাগড়াছড়িতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। রাতে ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে তারা।

গতকাল মঙ্গলবার রাতে জুম্ম ছাত্র-জনতা নামে ফেসবুক পেজের মিডিয়া সেল কর্তৃক এক পোস্টে তারা জানায়, শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান অবরোধ কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর