গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারেক জিয়ার পক্ষ থেকে বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির নেতা কর্মীরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে এই কার্যক্রম পরিচালিত হয়।
মন্দির পরিদর্শনকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মন্দির পরিচালনা কমিটিগুলোকে শুভেচ্ছা জানান এবং আর্থিক অনুদান প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য কাজী শহিদুল্লাহ শহীদ, মিজানুর রহমান খোকন, নূরুল আমিন মাস্টার, রমজান আলী, মেম্বার আযহার মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।