গাজীপুর প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক জামাল উদ্দীন-এর নেতৃত্বে পূজা মণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে।
রোববার বিকেলে মহানগর আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল প্রথমে মাধববাড়ি শ্রীশ্রী গৌরাঙ্গ মন্দির পরিদর্শন করেন। সেখানে মন্দির কমিটির সভাপতি প্রবীর চন্দ্র সরকার ও সেক্রেটারি সুরঞ্জিত কুমার মল্লিকের সঙ্গে মতবিনিময় করেন। পরে তারা মধ্য ছায়াবিথী পূজা মণ্ডপ, এ কেন্দ্রীয় কৃপাময়ী কালীবাড়ি পূজা মণ্ডপ ও শিববাড়ি পূজা মণ্ডপ, কালা শিকদারের ঘাট পূজা মন্ডপ সহ বিভিন্ন ঘুরে দেখেন এবং প্রতিটি মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। এ সময় কেন্দ্রীয় কৃপা ময়ী কালি মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক বাপ্পি দে সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দীন বলেন, “ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ভিন্ন ধর্মের মানুষও আমাদের ভাই। তাদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হওয়া আমাদেরও দায়িত্ব। আমরা চাই দুর্গাপূজার মতো বড় উৎসব যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। গাজীপুর মহানগর জামায়াত সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় এবং সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
পরে নায়েবে আমির জননেতা মুহাম্মদ হোসেন আলী বলেন, “বাংলাদেশ বহু ধর্মের মানুষের যৌথ আবাসভূমি। ইসলাম আমাদের শিখিয়েছে ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্মান ও সহাবস্থান বজায় রাখতে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই যেন নিরাপদ পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। পূজা উদযাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সক্রিয় ভূমিকা রাখব এবং সবসময় আপনাদের পাশে থাকব।”
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামাতের সরকারি সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুন, মহানগর জামাতের মজলিসের সদস্য ও মেট্রো সদর থানা জামাতের সিনিয়র নায়েবে আমির মোঃ ছাদেকুজ্জামান খান, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের মজলিসে শূরার সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক মু. ফারদিন হাসান হাসিব, ২৮ নং ওয়ার্ড জামাতের আমির মোঃ মনির হোসেন খন্দকার, ২৬ নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি মোঃ ফয়সাল ইসলাম, ২৮ নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি মোঃ শাহনুর হোসাইনসহ স্থানীয় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।