কাপাসিয়া থেকে সাইফুল্লাহ লবিব: পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে কাপাসিয়া উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফকির মজনু শাহ সেতু সংলগ্ন শহীদ তাজউদ্দিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।
এ-সময় কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা’র সভাপতিত্বে, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা শেফাউল হক, অধ্যাপক শামসুল হুদা লিটন, অধ্যাপক তোফাজ্জল হোসেন, মাওলানা ইমতিয়াজ হোসেন হোসেন বকুলসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।