গাজীপুর প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোতাপাড়া হাজী রমজান আলী মুন্সী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলা জামায়াত এ সমাবেশ আয়োজন করে। সমাবেশ শেষে হোতাপাড়া বাজার থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভবানীপুর বাজারে পৌছে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
গাজীপুর সদর উপজেলা জামায়াত আমীর আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং পিরুজালী ইউনিয়ন জামায়ত আমীর কামরুজ্জামান মন্ডল এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ও গাজীপুর-৩ (গাজীপুর সদর ও শ্রীপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোস্তাফিজুর রহমান খাঁন।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রফেসর আব্দুল বারী, ভাওয়ালগড় ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, ভাওয়ালগড় ইউনিয়ন পেশাজীবী সভাপতি হারুন-অর-রশিদ, ভাওয়ালগড় ইউনিয়ন যুব বিভাগের সেক্রটারী ও বিশিষ্ট শিল্পপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে গাজীপুর সদর উপজেলা, পিরুজালী, ভাওয়ালগড়, মির্জাপুর ও বাড়ীয়া ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।