মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার পূর্বাচল নতুন শহরে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ও পুলিশ ব্যারাক উদ্বোধন

টঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ ভিজিটর

টঙ্গী থেকে কলিমুল্লাহ ইকবাল:  টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা। বুধবার বাদ মাগরিব চেরাগআলীস্থ তাদের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হান, মহানগর ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ।

সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বে ছিলেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল,সহ সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব, কোষাধক্ষ্য হাসান মামুন সহ ক্লাবের নবীন প্রবীন সদস্যবৃন্দ ও অন্যান্য সাংবাদিক বৃন্দ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হলে প্রকৃত চিত্র বিকৃত হয় এবং জনগণের আস্থার সংকট দেখা দেয়। তাই রাজনীতি ও প্রশাসনের সকল অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের দল প্রচার-প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের মূল শক্তি হলো কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ। আমরা বিশ্বাস করি, কোনো দলই যদি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে না পারে, তার কার্যকারিতা সীমিত থাকে।”

তিনি আরও বলেন, “বর্তমান একক সদস্যভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় ছোট ও মধ্যম রাজনৈতিক দলগুলো প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টনের লক্ষ্যে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর দাবি জানাই, যা নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।”

সভায় অপ-সাংবাদিকতা প্রতিরোধে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিক নেতারা জামায়াতের সহযোগিতা কামনা করেন এবং দলটি সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেয়।

গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান বলেন, “সাংবাদিক এবং রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করে। সাংবাদিকদের প্রতি আস্থা থাকলে জনগণ সঠিক তথ্য পায়। আমরা আশা করি, ভবিষ্যতেও এই সম্পর্ক আরও মজবুত হবে।”

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার বলেন, “রাজনীতি ও সাংবাদিকতার মধ্যে দূরত্ব না থাকাই উচিত। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে সংবাদমাধ্যমের সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রতিবেদন জনগণের কাছে পৌঁছানো সম্ভব।”

সভায় উপস্থিত সবাই একমত হন, যে সাংবাদিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক সমাজে আস্থা এবং স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক। তারা সম্মিলিতভাবে এ সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর