মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ শ্রমিকদের মহাসঢ়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর বাসন থানার দিঘীরচালা এলাকায় শিনইউয়েন গার্মেন্টস কোং লিমিটেড (যা বুলবুল নিটিং নামে পরিচিত) নামক একটি পোশাক কারখানার শ্রমিকদের আগস্ট মাসের বেতনভাতা বকেয়া রয়েছে। কারখানাটিতে ২০০ থেকে ৩০০ শ্রমিক কাজ করে। তাদের বেতনভাতা ১০ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করেনি বা নতুন কোন তারিখও দেয়নি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকরা কারখানায় গিয়ে বেতনভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে । এতে ওই মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাসন থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে এ সংবাদ লেখার সময় (বিকেল সোয়া চারটা) শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. শাহিন খান জানান, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে কারখানার ভিতরে অবস্থান করছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর