বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

কাপাসিয়ায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ ভিজিটর

সাইফুল্লাহ লবিব, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলা ওলামা মশায়েখ  পরিষদের উদ্যোগে স্থানীয়  উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে ” ওলামা সম্মেলন ” অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা ওলামা মশায়েখ পরিষদের সভাপতি উপাধ্যক্ষ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার ও ধর্মীয় ভাষ্যকার মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বিশিষ্ট
শিক্ষাবিদ অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর  বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলনের কাপাসিয়া উপজেলা শাখার  সভাপতি মাওলানা কাজিম উদ্দিন, খেলাফত মজলিশের কাপাসিয়া উপজেলা সভাপতি মাওলানা মো: ইলিয়াছ হোসাইন, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মারুফ সহ স্থানীয় ওলামা মশায়েখগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর