বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রয়োজন: জার্মান রাষ্ট্রদূত হ্যাকিং রোধে ব্যবহারকারীকেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভূমি সচিব মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীর দখলে আইন পাসের পথে ইসরায়েল শরীরে ব্যথা অনুভব করলে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কালিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রবাসীদের জন্য উন্মুক্ত হচ্ছে ভোট দেওয়ার অ্যাপ সেন্টমার্টিনে নভেম্বরে রাত্রিযাপন করা যাবে না গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে ছয়টি অজুখানা উদ্বোধন

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্ধী জামায়াত নেতা দেলোয়ার হোসেন

  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার: দেশের সর্ব উত্তর-পশ্চিমের জেলা ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসন। তার মধ্যে ভিআইপি আসন হিসেবে পরিচিতি ঠাকুরগাঁও-১ (সদর)। এটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন হিসেবেও সমধিক পরিচিত। ১৯৯১ সাল থেকে এ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন তিনি। ভোটের লড়াইয়ে বিজয়ীও হয়েছেন একাধিকবার। আসছে নির্বাচনে সবচেয়ে হেভিওয়েট নেতা হিসেবে দলে এবারো তার কোনো প্রতিন্দ্বন্দ্বী নেই। ইতোমধ্যে তার পক্ষে নানাভাবে প্রচার চালিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। জনসমর্থনেও তিনি এগিয়ে থাকবেন বলে তৃণমূলের বিশ্বাস।

মির্জা ফখরুল আওয়ামী সরকারের আমলে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়েছে। জেলজুলুম-অত্যাচার ও শতাধিক মামলা কাঁধে নিয়ে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। অনেক ষড়যন্ত্র সত্ত্বেও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

এবার মির্জা ফখরুলের আসনটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেনকে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার স্থানীয় পর্যায়ে স্কুল-কলেজের পড়াশোনা শেষে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন ঢাকার বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিতে।

ঠাকুরগাঁও থেকেই শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত হন দেলোয়ার। ১৯৯৯-২০০০ সেশনে ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজ শিবিরের সেক্রেটারি। ২০০৭-০৯ মেয়াদে পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। পরবর্তীতে ২০১২-১৩ সালে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন শেষে রাজধানীর গেন্ডারিয়া থানা জামায়াতের আমিরের দায়িত্ব পালনের পর এখন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারির দায়িত্বে আছেন। একই সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য পদেও আছেন তিনি।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জামায়াতের রাজনীতি করার কারণে বিভিন্ন সময়ে দেলোয়ারের নামে প্রায় ২০০ মামলা হয়েছে। শিবিরের সভাপতি থাকাকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে টানা ৬০ দিন রিমান্ডে কাটাতে হয়েছে তাকে। বহু অত্যাচার সয়েও দলীয় রাজনীতির আদর্শে অবিচল ছিলেন দেলোয়ার। পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। সার্বিক দিক বিবেচনায় তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এ প্রার্থী নির্ধারণ করা হয়েছে, যা নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, আগে এই আসনে তিনটি দলের শাসন মানুষ দেখেছে। তারা কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারেনি। এজন্য জনগণ সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আল্লাভিরু প্রার্থীর অপেক্ষায় আছে। তাদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করছি। এছাড়া অন্য দলের নেতাদের তেমন অবস্থান নেই। তাদের দু-একটি কর্মসূচি চোখে পড়লেও ভোটযুদ্ধে লড়তে কোনো নেতা তৈরি হয়েছেন বলে এখন পর্যন্ত জানান দিতে পারেননি।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন অর রশিদ বলেন, একটি নিরপেক্ষে, গণতান্ত্রিক ভোটের জন্য আমরা আন্দোলন করেছি। এবার অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে সেখানে সব দল অংশগ্রহণ করবে এটা স্বাভাবিক। জামায়াত তাদের প্রার্থী দিয়েছে এটা তাদের ভোটের একটি অংশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর