বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি হবে আজ বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

জয়দেবপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, হয়রানি না করার অঙ্গীকার পুলিশের

  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: সোমবার (২৫ আগস্ট) বিকেলে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় আয়োজিত “ওপেন হাউজ-ডে” অনুষ্ঠিত হয়।

এতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আমি যতোদিন আছি এখানে, ততোদিন আমি চেষ্টা করতেছি যে, আমার থানা পুলিশ যতটুকু সেবা দিতে পারলো আলহামদুলিল্লাহ, যদি সেবা দিতে শতভাগ পুরোপুরি নাও পারে, যেন আমার থানা পুলিশ দ্বারা সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, মামলা বাণিজ্যের শিকার না হয়।

পুলিশের সেবা এবং করণীয় নিয়ে থানা এলাকার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা হিসেবে এই ওপেন হাউজ-ডে এর আয়োজন করে জয়দেবপুর থানা পুলিশ।

ওসি তদন্ত আঃ রব এর সঞ্চালনায় এবং ওসি তৌহিদ আহমেদ এর সভাপতিত্বে থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, চুরি-ডাকাতি ও ইভটিজিং রোধের বিষয়ে থানা পুলিশের সাথে মতবিনিময় করেন সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।

সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে বলেন, থানা এলাকায় চুরি-ডাকাতি রোধের জন্য পুলিশের পাশাপাশি প্রত্যেক এলাকায় কমিউনিটি পুলিশ গঠন করতে হবে।

জামায়াত নেতা প্রফেসর আঃ বারী বলেন, পুলিশকে অযাচিত গ্রেফতার বন্ধ করতে হবে। রাজনৈতিক কারণে গ্রেফতার না করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে।

বারিয়া ইউনিয়ন মেম্বার শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের যেমন দায়িত্ব আছে, তেমনি আমাদেরও দায়িত্ব রয়েছে। প্রত্যেককে আল্লাহ তায়ালা তার দায়িত্বের জন্য জিজ্ঞাসা করবেন। তাই আমরা চুরি-ডাকাতি রোধে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। বিশেষ করে গরু চুরি বেড়ে গেছে, গরু চুরি রোধ করার জন্য পুলিশকে রাতের বেলা মালামাল বহনকারী প্রত্যেক গাড়িকে চেকিংয়ের আওতায় আনার অনুরোধ জানিয়ে বলেন, যেসব গাড়িতে গরু থাকবে; সেগুলোকে যাচাই-বাছাই করার পর ফজরের ওয়াক্ত পর্যন্ত পুলিশের হেফাজতে রাখতে হবে। তাহলে এলাকায় গরু চুরি কমে যাবে।

সাংবাদিক রোকনুজ্জামান খাঁন বলেন, পুলিশ প্রশাসনের কাজকে প্রচার করতে হবে, তাহলে পুলিশের কার্যক্রম সম্পর্কে মানুষজন ও অপরাধীরা জানবে। ফলে অপরাধীরা মানসিকভাবে আতঙ্কে থাকবে।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায় দিন এর গাজীপুর জেলা প্রতিনিধি মাহবুবুল আলম, ভোরের দর্পন গাজীপুর সদরের প্রতিনিধি ইব্রাহিম সরকার, চ্যানেল ২১ গাজীপুর উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম, জনকন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রাসেল শেখ, সাপ্তাহিক জনতার নিঃস্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক নেতা মাহবুব, ওবায়দুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন যুব জামায়াত নেতা মোফাজ্জল হোসেন, জামায়াত নেতা সিদ্দিক আকন্দ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর