গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পোশাক কারখানার কর্মী এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল ও আটা এবং শিক্ষার্থীদের নতুন টয়লেট নির্মাণ, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি স্থাপন, সিলিং ফ্যান, খাতা ও কলম বিতরণ করা হয়। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি (বানিয়ারচালা) এলাকার এ এম সি নিট কম্পোজিট লিমিটেড চত্ত্বরে অনুষ্ঠানে এসব বিতরন করেন ওই কারকানা কর্তৃপক্ষ।
দ্য কটন গ্রুপ ও এসপি গ্রুপ তাদের চার হাজার তিন’শ কর্মীকে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বানিয়ারচালা মডেল একাডেমির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
টুগেদার উই থ্রাইভ শীর্ষক কার্যক্রমের আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমসি নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক উত্তম কুমার সাহা। তিনি বলেন, ব্যবসায়িক সাফল্যের পিছনে কর্মীদের ভূমিকা অপরিসীম। আমাদের প্রধান উদ্দেশ্য আমরা ভালো থাকার চেয়ে, আমাদের কর্মীদেরকে ভালো রাখা। তারা ভালো থাকলেই আমাদের আনন্দ। আমাদের পক্ষ থেকে কর্মীদের প্রতি সামান্য উপহার, ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে চাই।
দ্য কটন গ্রুপের কান্ট্রি ম্যানেজার রবিন প্যারি বলেছেন, আমরা শুধু কর্মীদের কল্যাণ নয়, তাদের সন্তানদের শিক্ষার সুযোগও বৃদ্ধি করতে চাই। এই উদ্যোগের মাধ্যমে দ্য কটন গ্রুপ বিশ্বাস করে সমৃদ্ধ কমিউনিটি গড়ে উঠলেই ব্যবসা আরও শক্তিশালী হয়। এসময় এএমসি নিট কম্পোজিট লিমিটেডের সিএসআর ম্যানেজার সাবিহা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্য কটন গ্রুপের এএমসি নিট কম্পোজিট লিমিটেড স্থানীয় বানিয়ারচালা মডেল একাডেমির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এডুকেশন প্রজেক্টের উদ্যোগে একাডেমিতে সোলার প্যানেল স্থাপন, বিশুদ্ধ পানির জন্য আর. ও. ফিল্ট্রেশন সিস্টেম, শিক্ষার্থীদের জন্য নতুন টয়লেট নির্মাণ, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি স্থাপন, সিলিং ফ্যান, খাতা ও কলম সরবরাহ করে। স্কুলটিতে ২৭৯ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। তাদের মধ্যে ১২৩ জন শিক্ষার্থী এএমসি নিট কম্পোজিট লিমিটেড কারখানার কর্মীদের ছেলেমেয়ে।
কারখানার এমন উদ্যোগকে কর্মী, শিক্ষার্থী, অভিভাবকরা সুবিধা পেয়ে আনন্দিত হয়ে স্বাগত জানায় এবং সন্তুষ্টি প্রকাশ করেন।