মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি হবে আজ বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী

হান্নান শাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী: কাপাসিয়ায় স্মরণসভায় মির্জা ফখরুল

  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৫ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) থেকে এস এম লবিব:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাট মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় এক বিশাল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১অক্টোবর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত হান্নান শাহ’র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “হান্নান শাহ ছিলেন একজন পরীক্ষিত সৈনিক, যিনি জাতীয়তাবাদী রাজনীতিতে আপসহীন ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।” মহাসচিব তাঁর বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ফজলুল হক মিলন হান্নান শাহকে গাজীপুরের মাটি ও মানুষের নেতা হিসেবে অভিহিত করে বলেন, “তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সবসময় দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তাঁর আদর্শকে পাথেয় করেই আমরা বর্তমান প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে বদ্ধপরিকর।” হান্নান শাহ পুত্র শাহ রিয়াজুল হান্নান কে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। স্মরণসভায় উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা’র সঞ্চালনায় কাজী ছাইয়েদুল আলম বাবুল, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী,ড. এম এ কাইয়ুম, হুমায়ুন কবীর খান, মোঃ মজিবুর রহমান বেনজীর আহমেদ টিটু,রফিকুল ইসলাম বাচ্চু , ওমর ফারুক সাফিনসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা হান্নান শাহ’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনকল্যাণমূলক কাজের স্মৃতিচারণ করেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর