মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি হবে আজ বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী

গাজীপুর সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ছয় লাখেরও বেশি শিশুকে টিকা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: টাইফয়েড প্রতিরোধে ব্যাপক সচেতনতা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গাজীপুর সিটি কর্পোরেশন “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আয়োজন করছে। এ উপলক্ষে বুধবার নগর ভবনের সভাকক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার রহমতউল্লাহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায়া রিছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআই এমও (ডাব্লিউএইচও) ডাক্তার মাহবুবা সুলতানা, ইউনিসেফের প্রতিনিধি ডাক্তার লি শান্তা মন্ডল, এবং গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেস কনফারেন্সে সচিব আমিন আল পারভেজ বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শক্তিশালী করে তুলবে। গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নিয়েছে। আমরা চাই প্রতিটি শিশুর কাছে এ সেবা পৌঁছাক, কোনো শিশুই যেন বাদ না যায়।

তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের ৮টি জোনে মোট ৯৭৫টি টিকাদান কেন্দ্রে ৬ লাখ ২৮ হাজারেরও বেশি শিশুকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

স্বাস্থ্য বিভাগ, ডব্লিউএইচও ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় পরিচালিত এই টিকাদান কর্মসূচির মাধ্যমে গাজীপুর নগরীকে টাইফয়েডমুক্ত শহর হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। সচিব জানান, সুষ্ঠু ও সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর