সঞ্জয় কান্ত শীল (কালিগঞ্জ) গাজীপুর থেকে : গাজীপুরের কালিগঞ্জ ও নরসিংদীর পলাশ থানার নির্মাণ শ্রমিক ও ঠিকাদারদের নিয়ে নির্মাণে নিরাপত্তা কর্মপরিবেশে কাজ ও ক্রাউন সিমেন্ট বিষয়ক এক মতবিনিময় সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে পলাশ উপজেলার এক্সক্লুসিভ ডিলার মেসাস আরিফ ট্রেডার এর উদ্যোগে ও ক্রাউন সিমেন্ট এর সহযোগিতায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের ডেপুটি ম্যানেজার ( টেকনিক্যাল সাপোর্ট ) ইঞ্জিনিয়ার আরিফ কাউসার ও ডেপুটি ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) আবু কাওসার ।
বক্তারা বলেন, ক্রাউন সিমেন্ট, নির্মাণ শ্রমিক ভাইদের দুর্ঘটনায় আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে ও নির্মাণ কাজে সেফটি সামগ্রী সরবরাহ করে যাচ্ছে । সবাইকে সতর্কতার সাথে ও সেফটি পরে নির্মাণ কাজ করার জন্য আহবান জানান বক্তারা। আগত ঠিকাদারদের মধ্যে জাকির হোসেন বলেন, এরকম অনুষ্ঠানের মাধ্যমে সকল এলাকার ঠিকাদারদের একসাথে সাক্ষাতের সুযোগ হয়। পলাশ ও কালীগঞ্জ এর ডিলার আব্দুল মজিদ বলেন, বছরে একবার এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সকল নির্মাণ কর্মী ও ঠিকাদারদের মিলন হয় । তিনি সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করেন এবং ক্রাউন সিমেন্ট এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নুরুজ্জামান, আওলাদ, আক্তার, আমান, আমিরুলসহ আরো অনেকে ।