রাজশাহী প্রতিনিধি: বন্ধু মানে সুখ-দুঃখের সাথী। সত্যিকারের বন্ধুত্ব কোনো পদ-পদবি বা দূরত্বে বাঁধা পড়ে না, বরং ভালোবাসা ও আন্তরিকতার বন্ধনে টিকে থাকে। ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার রাত ৯ঘটিকায় আমরা এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু মো: তারেক কামাল “জেলার” থেকে “জেল সুপার” পদে পদোন্নতি লাভ করায় রাজশাহী জেলার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
প্রথমে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে তাঁর চেম্বারে গিয়ে বন্ধুদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সহপাঠীরা তাঁর কর্মজীবনের ধারাবাহিক সফলতা কামনা করেন। পরে এক আন্তরিক ফটোসেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে তারেক কামালের আমন্ত্রণে রাজশাহীর রেইনী পার্ক চাইনিজ রেস্টুরেন্টে নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজে প্রায় অর্ধশতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে লালন, আরিফুল ইসলাম, হামিম, হাফিজ, রবিউল, কালাম, এনামুল, সুলতান, তুষ্টো, রিপন, শাকিল, সেকেন্দার, রাজ্জাক, বাশার, শাহিন, সাঈদ, টুটুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
“বন্ধু বন্ধুর জন্য”। জীবনকে সুন্দর করে তোলে পরিবার, আর তাকে রঙিন করে তোলে বন্ধুত্ব। অনাড়ম্বরপূর্ণ হলেও অনুষ্ঠানটি আন্তরিকতা ও সৌহার্দ্যে পরিপূর্ণ হয়ে ওঠে। নৈশভোজ শেষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।