মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি হবে আজ বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী

তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতিতে বিজিএমইএর জরুরি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিজিএমইএর উদ্যোগে উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিবের সঞ্চালনায় জরুরি সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি রেদোয়ান আহমেদ, সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), বর্তমান বোর্ডের সহ-সভাপতি আসিফ আশরাফ, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, পরিচালক আনোয়ার হোসেন (মানিক), পরিচালক মেসবাহ উদ্দিন খান, পরিচালক আবরার হোসেন সায়েম, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী, পরিচালক মো. নুরুল ইসলাম, পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, পরিচালক মো. রেজাউল আলম (মিরু), পরিচালক এম আহসানুল হক, পরিচালক মোহাম্মদ রাকিব আল নাসের।

সভায় সাবেক সহ-সভাপতি, পরিচালক এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করেন। সভায় পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর