স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (৭ে অক্টোবর), রাজধানীর দক্ষিনখান জয়নাল মার্কেটে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহম্মেদ।
এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার শত শত লোক এ উঠান বৈঠকে অংশ নেন।
প্রধান অতিথি উঠান বৈঠকে অংশ গ্রহণকারীদের সাথে মত বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।