মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজয় দিবস উদ্‌যাপনের জন্য কর্মসূচি চূড়ান্ত করলো সরকার ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ঢাবিতে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চারুকলা বিভাগের চিত্রপ্রদর্শনী শুরু গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ জাপানের এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক ব্লকেড, যানজটে চরম ভোগান্তি

  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চান্দনা চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর ডুয়েট এলাকার এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন ডিপ্লোমা প্রকৌশলীরা। পরে তারা মিছিল নিয়ে ভুরুলিয়া রেলগেট, শিববাড়ি হয়ে চান্দনা চৌরাস্তায় এসে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ব্লকেড কর্মসূচিতে এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট, রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট, ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউটসহ গাজীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও তাদের এই কর্মসূচিতে যোগ দেন।

ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। তাদের প্রতিটি দাবি দেশের চালিকাশক্তি ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ারে আঘাত হানে। এই দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে।

সংগঠনের কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান বলেন, দাবি মানা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মীমাংসিত কোনো বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই।

ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক ব্লকেডের কারণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গন্তব্যগামী যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর