আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলো ইউরোপের আরেক দেশ লুক্সেমবার্গ। দেশটি জানিয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে কয়েকটি দেশের সঙ্গে যুক্ত হবে তারা।
মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখনও প্রাসঙ্গিক—এটি প্রমাণ করার জন্য বিশ্বজুড়ে একটি আন্দোলন গড়ে উঠেছে।’
তিনি আরও জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখতে চায় লুক্সেমবার্গ সরকার।
এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামও জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।
অন্যদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, এই ধরনের স্বীকৃতি হামাসকে “উৎসাহ” দিচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬৪,৯০০ জন, যাদের অধিকাংশই বেসামরিক। সম্প্রতি জাতিসংঘের তদন্তে ইসরাইলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ আনা হয়েছে এবং প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের বক্তব্যকে উস্কানিমূলক ও সহিংসতাকে উসকে দেওয়ার জন্য দায়ী করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইউরোপের একের পর এক দেশের এমন স্বীকৃতি ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করবে।