আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের মীরাট জেলায় ‘নগ্ন গ্যাং’ নামে পরিচিত একদল দুষ্কৃতের উৎপাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই গ্যাংয়ের সদস্যরা নগ্ন অবস্থায় নারীদের নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক একটি ঘটনায় বিষয়টি প্রকাশ্যে আসার পর নারীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, কিছুদিন আগে মীরাটের দৌরালা এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে মাঠের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ব্যক্তি। তবে সৌভাগ্যবশত তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
ভুক্তভোগীর চিৎকারে গ্রামবাসী ছুটে গেলেও কাউকে ধরা যায়নি। ওই নারী জানান, হামলার সময় অভিযুক্তরা কোনো পোশাক পরা ছিলেন না।
পুলিশ জানিয়েছে, গ্রামাঞ্চলে টহল জোরদার করা হয়েছে এবং ড্রোন দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মীরাটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ বিপিন টাডা।
তিনি বলেন, ড্রোন ও গ্রামবাসীর সহায়তায় আমরা ব্যাপক তল্লাশি চালিয়েছি। নারীদের নিরাপত্তার জন্য এলাকায় নারী পুলিশ মোতায়েন করা হয়েছে।