বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

বিশ্বের সবচেয়ে বেশি দেশ অতিক্রমকারী নদী দানিউব

  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৫০ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি দেশ অতিক্রমকারী দানিউব নদী ব্ল্যাক ফরেস্ট থেকে ব্ল্যাক সি পর্যন্ত বিস্তৃত। এই নদী শুধু একটি জলপথ নয়—এটি একটি মহাদেশকে সংযুক্ত করেছে। অনেক নদী আছে যারা উপত্যকা তৈরি করে, সভ্যতার ভিত্তি গড়ে তোলে এবং কবিদের অনুপ্রেরণা দেয়। কিন্তু দানিউব তার চেয়েও ব্যতিক্রম।

দানিউব নদী জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলদোভা এবং ইউক্রেন—এই ১০টি দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী এটি। যার দৈর্ঘ্য ২ হাজার ৮৬০ কিলোমিটার। এটি শুধু আকারেই নয়, ভূরাজনৈতিক প্রভাব ও আন্তঃসীমান্ত সংযোগের দিক থেকেও অগ্রগণ্য।

এই নদী শুধু শহরগুলোকে পাশ কাটিয়ে যায় না, বরং সেগুলোর গঠনে ও বিকাশে গভীর অবদান রেখেছে। প্রাচীনকাল থেকেই দানিউব ছিল বাণিজ্য পথ, প্রাকৃতিক প্রতিরক্ষা ও পানির উৎস হিসেবে গুরুত্বপূর্ণ।

দানিউব ইউরোপের অন্যতম বাণিজ্যিক রুট, যার গুরুত্ব আরও বেড়েছে মাইন-ডানিউব খাল নির্মাণের পর। এই খাল দানিউবকে রাইন নদীর সঙ্গে যুক্ত করেছে, ফলে এখন উত্তর সাগর থেকে ব্ল্যাক সি পর্যন্ত নৌপথে পণ্য পরিবহন সম্ভব—যা খরচ ও কার্বন নিঃসরণ কমাতে বড় ভূমিকা রাখছে।

তবুও পরিবেশ রক্ষার জন্য নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পানির মান উন্নয়নে কাজ করছে অনেক সংস্থা।

দানিউব শুধু ভৌগোলিক বিস্ময় নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতীক। জোহান স্ট্রাউসের বিখ্যাত দ্য ব্লু দানিউব ওয়াল্টজ-এ এই নদী যেভাবে জীবন্ত হয়ে উঠেছে, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে কবি, সুরকার, ও শিল্পীদের মুগ্ধ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর