বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আবুধাবীতে আলহাজ্ব আবুল বশর সিআইপিকে সংবর্ধনা জাতীয় বেতন কমিশন থেকে সরে দাঁড়ালেন মাকছুদুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত বাংলাদেশের জন্য যে সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুদ্ধের পথে যেতে চাইলে ইরান প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গাজীপুর-৩ আসনে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন

আবুধাবীতে আলহাজ্ব আবুল বশর সিআইপিকে সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে নবনির্বাচিত সিআইপি আলহাজ্ব আবুল বশরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রেমিট্যান্স যোদ্ধা ক্যাটাগরিতে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ সম্মান সিআইপি নির্বাচিত হওয়ায় আবুধাবি বিএনপি সিনিয়র সহসভাপতি ও ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর সিআইপিকে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর সিআইপি- দেশের অর্থনীতি আরও শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরো গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান। এসময়ে তিনি প্রবাসীদের পেনশন বাস্তবায়ন ও আমিরাতে বিদ্যমান ভিসা সঙ্কট নিরসনে সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) আবুধাবির আল ইব্রাহীম রেষ্টুরেন্টের হল রুমে আবুধাবি বিএনপি সভাপতি ও ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় এতে অতিথির বক্তব্য রাখেন- ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এস এম দিদারুল আলম, ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমন, সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন বকুল, মুসাফফা বিএনপি সভাপতি ও ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন, জিয়া পরিষদ ইউ এ ই কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম টিপু, বাংলাদেশ সমিতি আমিরাতের সহ সভাপতি নূর মোহাম্মদ এবং বাংলাদেশ সমিতি ইউ এ ই সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম।

অনুষ্ঠানে উদ্ভোধনি বক্তব্যে রাখেন-বিএনপি নেতা জাবেদ হোসেন এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মুসাফফা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, মুসাফফা বিএনপি সহসভাপতি মনসুর আলম, মীর নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, গাজী সেলিম, ইলিয়াস ভূইয়া, আবদুল মাজেদ, শওকত হোসেন, গাজি সেলিম, আরিফ উদ্দিন, ইব্রাহিম খলিল এবং আনিসুর রহমান প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- মাওলানা জাহাঙ্গীর আলম, নুরুল হক, সাইফ তারেক, আবু তাহের, বাদশাহ, সেলিম উল্লাহ, রাজা মিয়া, কামাল, খালেক, নেছার, গবি হোসেন, সাগর, সবুজ খান, ইসাক আলমদার বখতিয়ার, কায়েছ, জাফর, সালাউদ্দিন এবং মাওলানা ইয়াকুব আল কাদেরীসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শেষে দেশ জাতী ও প্রবাসীদের কল্যান কামনা, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর