আবুধাবি প্রতিনিধি: ভোগ্য,আহার্য্য ও ব্যবহার্য্য পণ্যের বিপুল সমাহার নিয়ে আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফার ৩৭নং ছানাইয়ার ইরানী মসজিদ গলিতে (হাসান হাইফার মার্কেটের পশ্চিম পাশে) যাত্রা শুরু করল দেশীয় আরেক সুপার প্রতিষ্ঠান ‘তাসনীম আল মদীনা সুপারমার্কেট এলএলসি।
শুক্রবার(৯ জানুয়ারী) প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ তাজুল ইসলাম ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এসময়ে কোম্পানির পিআরও ইব্রাহিম আল আমেরী, ব্যাাংকার মোহাম্মদ রাকিব, প্রতিষ্ঠানের ম্যানেজার, কাসেম বিন আল খাত্তাব, ম্যানেজার মোহাম্দ আবদুল্লাহ, মোহাস্মদ সেলিম, হাজী সাহাব মিয়া, মোহাম্মদ তানজীমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি সকলকে দেশীয় প্রতিস্ঠান হতে কেনাকাটা করার কথা বলেন।
প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আজুল ইসলাম সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উম্মুক্ত করতে অথবা আভ্যন্তারিন ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টি করতে সরকারের প্রতি আহবান জানান।
উল্লেখ্য যে, এই সুপারমার্কেট মালিকের ৩য় ব্রাঞ্চ। এছাড়াও তার রিয়েল এস্টেটসহ অন্যান্য ব্যবসা বাণিজ্য রয়েছে।